প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: আবারও একসঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান ও বাঁধন সরকার পূজা। ‘একটাই তুমি’ শীর্ষক রোমান্টিক ঘরনার গানটির কথা লিখেছেন সোমেশ্বর অলি। এর সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। নতুন বছরের অন্যতম চমক হিসেবে তাহসান ও পূজার এ গানটি প্রকাশ করছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। সম্প্রতি ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। ডিওপি হিসেবে ছিলেন রাজু রাজ। কর্পোরেট লাভারের বিভিন্ন পাগলামী দেখা যাবে গানের ভিডিওতে। শহরের বিভিন্ন বাসস্টপে চলন্ত বাসে ভিডিও ধারণ ছিলো অনেকটাই চ্যালেঞ্জিং। এমনটাই জানালেন ভিডিও নির্মাতা। এতে মডেল হিসেবে দেখা যাবে শার্লিনা এবং সুমিতকে। তাহসান বলেন, পূজার সাথে এর আগেও আমার কাজ হয়েছে। চমৎকার কণ্ঠ তার। আর গানটিও দু’জনের কণ্ঠ অনুযায়ী তৈরি করেছেন গানের সাথে সংশ্লিষ্টরা। ভালো লাগবে দর্শক-শ্রোতার। পূজা বলেন, তাহসান ভাইয়া আমার অনেক পছন্দের শিল্পী। তার সঙ্গে আবারও গান করতে পেরে ভালো লাগছে। সব মিলিয়ে বলব, গতানুগতিক ধারার বাইরের কাজ হয়েছে এটি। ভিডিওটিও চমৎকার একটি গল্পে নির্মিত হয়েছে। আশা করছি, গানটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। ইতোমধ্যে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি। পাশাপাশি শ্রোতারা শুনতে পাবেন জিপি মিউজিক, ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।