প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভি মঈনুদ্দীন ঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ও পরিচালক সানী জুবায়ের দীর্ঘ নয় বছর পর তার মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছেন। আগামী ৬ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সানী জুবায়েরের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে তিনি নিজের বিভিন্ন অ্যালবামের গান পরিবেশনের পাশাপাশি গজল ও ঠুমরি পরিবেশন করবেন। দীর্ঘদিন পর একক সঙ্গীত সন্ধ্যা প্রসঙ্গে সানী জুবায়ের বলেন, ‘ব্যক্তি জীবন নিয়ে আমি এতোটাই ব্যস্ত ছিলাম যে আমার একটি একক শো’ করা যে ভীষণ প্রয়োজন তা ভুলেই গিয়েছিলাম। এই সময়ে এসে মনে হলো আমার গান যারা ভালোবাসেন, আমার গানের সাথে যারা পরিচিত নন এবং একটু ভিন্ন ধরনের গান যারা শুনতে চান তাদের জন্য একক সঙ্গীতানুষ্ঠানটা খুব জরুরী। এ কারণেই দীর্ঘদিন পর হলেও একক সঙ্গীতানুষ্ঠানটা করতে যাচ্ছি।’ সানী জুবায়ের মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’ চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম সারা। বাজারে প্রকাশিত তার অন্যান্য একক অ্যালবামগুলো হচ্ছে ‘নির্জণ স্বাক্ষর’, ‘অজ¯্র কবিতা’,‘আপনা খায়াল’,‘যুগল সন্ধি’, ‘অদ্ভূত আঁধার এক’, ‘চাঁদের সরোবরে’। ওয়ার্ল্ড মিউজিক থেকে আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে প্রকাশিত ‘নিজর্ণ স্বাক্ষর’ অ্যালবামটি তার সবচেয়ে শ্রোতাপ্রিয় অ্যালবাম। এই অ্যালবামের ‘আজ আমার মন ভালো নেই’,‘ আমি আগুন তুমি মৃদু মন্দ হাওয়া’,‘রাতের তারার মতো একদিন নীরবে’ ,‘একটি চাওয়াই খুব করে চাই তোমায় ভালোবেসে’,‘শুধু শখের জন্য প্রাণের বদলে কিনেছি হাজার ফানুস’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ আলোড়ন তুলে। ২০০৮ সালে জাতীয় জাদুঘরে সানী জুবায়েরের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।