প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সম্প্রতি শূটিং শেষ হয়েছে এক ঘন্টার নাটক ‘ফেইক লাভ’-এর। এতে জুটি হয়ে অভিনয় করেছেন সজল ও ঐন্দ্রিলা। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাট্যনির্মাতা দীপু হাজরা। সজল, ঐন্দ্রিলা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ। নাটকটি প্রসঙ্গে দীপু হাজরা বলেন, গল্পটি একটু ব্যতিক্রম। আর সজল ও ঐন্দ্রিলার সাথে এটি আমার প্রথম নাটক। ওরাও অনেক ভালো করেছে। বেশ ভালো একটি কাজ হবে বলে আশা করছি। সজল বলেন, দীপু হাজরা ভাইয়ের সাথে পরিচয় অনেক দিনের। কিন্তু নাটকরে কোন কাজ আমরা করিনি এর আগে। কাজের অনেক সুনাম শুনেছি। অনেক ভালো কাজ করেন তিনি। তার প্রমাণ পেলাম এ নাটকে। নাটকটিতে অভিনয় করে বেশ আনন্দ পেয়েছি। আশা করি, দর্শকরা ভিন্ন কিছু পাবেন। ঐন্দ্রিলা বলেন, দীপু ভাইয়ের সাথে আমার প্রথম কাজ। দীপু ভাই অসাধারণ একজন মানুষ। নাটকের গল্প ও কাস্টিং ভালো ছিল। আমিও আমার সর্বোচ্চটা দেবার চেষ্টা করেছি। এ নাটকের মাধ্যমে প্রায় ১০ বছর পর সজল ভাই এর বিপরীতে আবার ক্যামেরার সামনে দাড়ালাম। তাই অনুভূতিটা একটু অন্য রকম ছিল। আসছে ভালোবাসা দিবসে একটি বে-সরকারী স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারের কথা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।