বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরগুনা জেলা সংবাদদাতা : বরগুনার বেতাগী উপজেলার জোয়ার করুনা গ্রামে নির্বাচনী পরবর্তী সহিংসতা ও চাঁদার দাবিতে সংখ্যালঘুদের কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার দিবাগত রাতে জোয়ার করুনা গ্রামের নিরঞ্জন বেপারী, দুলাল মিস্ত্রীসহ কয়েকটি বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। রাজীবের নেতৃত্বে সন্ত্রাসী দল এসে প্রথমে ভোট না দেয়ার কথা বলে চাঁদা দাবি করেই হামলা শুরু করে দেয়।
এসময় তারা দেশীয় অস্ত্র দিয়ে ঘর কুপিয়ে তছনছ ও ভাঙচুর করে এবং নারীদেরও মারধর করে।
অন্যদিকে রাজীব মোবাইল করে দুলাল মিস্ত্রীকে মামলা না করার জন্য বলেন এবং মামলা করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়।
এখন এই গ্রামে সংখ্যালঘু পরিবারের সদস্যরা আতংকে সময় পার করছে এবং নিরাপত্তা হীনতায় ভুগছে।
এ ব্যাপারে বেতাগী থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার পরেই পুলিশ ওই এলাকায় গিয়েছিল এখন শান্ত এবং এখন পর্যন্ত মামলা হয়নি, মামলা হলে আমি আইনগত ব্যবস্থা নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।