Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীতে কাবু রাজশাহী

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : হঠাৎ করে শীত জেকে বসেছে রাজশাহী অঞ্চলে। মওসুমের প্রথম হিমালয় ছুয়ে আসা উত্তরের হিমেল হাওয়ায় কাবু জনজীবন। দুদিন ধরে চলছে সূর্যের লুকোচুরির খেলা। অনেক বেলা করে দেখা যাচ্ছে উত্তাপের তেজহীন মুখ। রাতভর গাঢ় কুয়াশায় ঢেকে থাকছে চারিদিক। তা সরতে অনেক বেলা চলে যাচ্ছে। ভোর বেলাতে হেডলাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে। হিমেল হাওয়া সবচেয়ে বেশী দূর্ভোগে ফেলেছে মানুষকে। শীতের তীব্রতা থেকে বাঁচতে ঘরের দরজা জানালা বন্ধ রাখতে হচ্ছে। বেশী দূর্ভোগ বাড়িয়েছে দিন খেটে খাওয়া মানুষকে। পেটের তাগিদে সেই কাকডাকা ভোর গ্রাম থেকে কাঁপতে কাঁপতে শহর পথে ছুটে আসা শহর পানে। জুবুথুবু অবস্থায় শ্রম বিক্রির স্থানে জড়ো হওয়া। বিরুপ আবহাওয়ার কারনে থমকে গেছে উন্নয়ন কর্মকান্ড। ফলে বেশীর শ্রমজীবী মানুষ থাকছে কর্মহীন। আর কাজ না থাকা মানে পরিবার পরিজন নিয়ে অনাহার অর্দ্ধাহার। রিক্সা চালক মুটে মজুর, ফুটপাতের ব্যবসায়ী সবায় পড়েছে শীত দূর্ভোগে। হিমেল হাওয়ার কারনে লোক সমাগম কম হওয়ায় বড় বড় বিপনী বিতানে তার প্রভাব। হিমেল হাওয়ার মধ্যেও যারা পেটের তাগিদে ফুটপাতে পসরা নিয়ে বসেছিলেন। তাদেরও ছিলনা প্রত্যাশিত ক্রেতা। তবে শীত নিবারনের জন্য ফুটপাতের গরম কাপড়ের দোকানে ভীড় বেশ ভালই ছিল। বিভিন্ন বিপনী বিতানের গরম কাপড়ের দোকানে জ্যাকেট, সোয়েটার, মাফলার, টুপির বিক্রি বেশ ভাল। তবে শীত বাড়ার সাথে সাথে এসব কাপড়ের দামে উত্তাপ বেড়েছে। ব্যবসায়ীদের সোজাসাপ্টা জবাব এটা সিজিনাল ব্যবসা। অনেক টাকা বিনিয়োগ করে মালামাল কিনতে হয়। তাই সবাই চেষ্টা করে মুনাফার। তবে খুব বেশী নেবার সুযোগ নেই। কারন মার্কেট প্রতিযোগিতার। বেড়েছে রুম হিটারের চাহিদা ও দাম। শীত বিপর্যস্ত করেছে পদ্মা পাড়ের ছিন্নমুল মানুষ ও চরাঞ্চলের মানুষকে। নি:স্ব ও নি¤œ আয়ের মানুষ চেয়ে আছে গরম কাপড়ের সাহায্যের অপেক্ষায়। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগের আক্রান্ত রোগীদের ভীড়। চিকিৎসকরা বলছেন সাবধানে চলাফেরা করতে। বিশেষ করে নবজাতক বয়স্কদের বেলায় বাড়তি খেয়াল রাখতে। রাজশাহী আবহাওয়া অফিস জানায় গতকাল এখানে সর্বনি¤œ তাপমাত্রা ছিল আট ডিগ্রী সেলসিয়াস। আর সর্ব্বেচ্য ১৮ ডিগ্রী সেলসিয়াস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ