Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাধবপুরে মাদক সম্রাট জুয়েল কারাগারে

| প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে কুখ্যাত মাদক সম্রাট দেড় ডজন মামলার আসামী জুয়েল ওরপে বাংলা ভাই (৩৫) কে আটক করেছে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল। গত বুধবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একদল র‌্যাব সদস্য উপজেলার নোয়াপাড়ার ইটাখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল ফেনসিডিল সহ অন্যান্য অবৈধ মালামাল উদ্ধার করে। পরে বুধবার রাতেই তাকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে র‌্যাবের ডিএডি সুশান্ত বাদি হয়ে মাধবপুর থানায় মামলা করেছেন। মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম জানান, উপজেলার ইটাখোলা গ্রামের নোয়াব মিয়ার ছেলে জুয়েল ওরপে বাংলা ভাইয়ের বিরুদ্ধে মাধবপুর থানা সহ বিভিন্ন থানায় দেড় ডজনের অধিক মাদকের মামলা রয়েছে। নোয়াপাড়া অঞ্চলে জুয়েলের নেতৃত্বে মাদকের সিন্ডিকেট রয়েছে। এর আগে জুয়েলের গুরু মাদক সম্রাট হাকিম র‌্যাবের এনকাউন্টারের মারা যাবার পর ওই এলাকায় মাদক ব্যবসা কমে যায়। বৃহষ্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। জুয়েলের গ্রেফতারের খবরে ওই এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ