রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নেছারাবাদে দুটি গ্রুপে ভিবক্ত হয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে স্বরূপকাঠি পৌরছাত্রলীগের সভাপতি, সম্পাদক। আনন্দ র্যালী, কেককাটা ও আলোচনাসভার মধ্যে দিয়ে পৃথক পৃথকভাবে ছাত্রলীগ নেতারা এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। একই দলের হয়ে পৃথক পৃথকভাবে কর্মসূচীর কারন জানতে চাইলে পৌরছাত্রলীগের সভাপতি অনুজ আচার্য্য বলেন, আমরা একই দলের হলেও দু‘দিকের অনুসারি। দিবসটি উপলক্ষে পৌর ছাত্রলীগের সম্পাদক মো.রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে সকালে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালী বের হয়। র্যালীটি পৌরশহরের প্রধান কয়েকটি সড়ক ঘুরে পূনরায় দলীয় কার্যালয় এসে মিলিত হয়। সেখানে কেক কেটে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সম্পাদক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম, মুইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদ রনি, শ্যামল প্রমুখ। অপরদিকে একইসাথে উপজেলা আউয়াল ফাউন্ডেশনের সামনে থেকে পৌর ছাত্রলীগের সভাপতি অনুজ আচার্য্য এর নেতৃত্বে একটি বিশাল আনন্দ র্যালী বের হয়। পরে তারা পূনরায় মিলিত হয়ে কেক কেটে এক আলোচনাসভা করে। সভাপতি অনুজ আচার্য্য এর সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো.লাভলু আহম্মেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মহিউদ্দিন মিয়া, সম্পাদক মো. হাসান আল মামুন সহ পৌর ছাত্রলীগের ভিবিন্ন নেতৃৃবন্দ।
উল্লেখ্য, নেছারাবাদ আওয়ামীলীগে এমপি আউয়াল ও তারই ভাই পিরোজপুর পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক এর দুটি বলয় রয়েছে। এজন্য,ভিবিন্ন সময়ে জাতীয় কর্মসূচী সহ দলীয় নানা কর্মসূচী পৃথকভাবে অনুসারিরা পালন করে থাকেন। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতেও সভাপতি, সম্পাদক আলাদা আলাদা কর্মসূচী পালন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।