Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় আড়াই লাখ শিক্ষার্থীর মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাদকমুক্ত সমাজ বিনির্মানে তরুণ ও যুবকদের সচেতনার কোনো বিকল্প নেই। এমন চেতনা থেকেই মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার কুমিল্লার মাধ্যমিক স্কুল-কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও র‌্যালী। মাত্র ১৫ মিনিটের এ কর্মসূচিতে কুমিল্লার সাড়ে আটশো শিক্ষাপ্রতিষ্ঠানের আড়াই লক্ষাধিক ছাত্রছাত্রী হাত উঁচু করে সমস্বরে জানান দিয়েছেÑ জীবন একটাই। নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব নিজেরই। আর তাই সম্ভাবনাময় জীবনের পথে বাধা হয়ে দাঁড়ানো মাদকের বিরুদ্ধে মুখে নয়- মন থেকে না বলা ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গিকারের সময় এসেছে। 

সমতটের প্রাচীন জেলা কুমিল্লায় ঠেকানো যাচ্ছে না মাদকের ভয়াবহ বিস্তার। শিক্ষা-সংস্কৃতির পাদপীঠ খ্যাত বর্ণিল কুমিল্লা মাদকের বিষে নীল হয়ে পড়েছে। বিধ্বংশি নেশার এ আগ্রাসনের মধ্যেই মাদকের বিরুদ্ধে আইনের জিরো টলারেন্স, সামাজিক আন্দোলন বেগবান এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যকে সামনে রেখে ‘মাদক বিনোদনের মাধ্যম নয়-আত্মহনণের পথ’ এশ্লোগান ধারণ করে গতকাল মঙ্গলবার থেকে কুমিল্লায় শুরু হয়েছে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণামূলক বিভিন্ন কর্মসূচি। মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় গতকাল মঙ্গলবার সকাল ১১টায়। কুমিল্লা শহরের কান্দিরপাড় টাউনহল মাঠের সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। এসময় তিনি বলেন, মাদকবিরোধী আন্দোলনে দলমতের ঊর্ধ্বে থেকে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। জাতীয় উন্মেষ ঘটিয়ে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য মাদকমুক্ত সুস্থ সমাজ গড়তে হবে। জাতিরজনকের স্বপ্নের বাংলাদেশকে আজকে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন। যেখানে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন, সেখানে মাদকের বিষাক্ত ছোবলে আমাদের সন্তানের স্বপ্ন ও সম্ভাবনাকে অন্ধকারে হারিয়ে যেতে দিতে পারিনা। তাই অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল পর্যায়ের সচেতন মানুষকে যার যার অবস্থান থেকে মাদকবিরোধী আন্দোলনে ভূমিকা রাখতে হবে। আজকে কুমিল্লার আড়াই লাখ শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দিয়েছে। তেমনিভাবে আমরা সবাই মিলে মাদককে না বলার জায়গায় ঐক্যবদ্ধ হবো। আর নতুন বছরই কুমিল্লা হবে মাদকবিরোধী আন্দোলনে সারাদেশের প্রতীক। কর্মসূচির উদ্বোধনী পর্বে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো. আবিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক আজিজুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মানজুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার আবদুল মজিদ বক্তব্য রাখেন।
মাদকবিরোধী প্রচারণামূলক কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রমে শহরের কান্দিরপাড়ে সকাল ১১টায় মানববন্ধন ও র‌্যালীতে অংশ নেয় কুমিল্লা বিজিবির কর্মকর্তা ও সদস্যবৃন্দ, কুমিল্লা জিলা স্কুল ও মডার্ণ হাই স্কুলের শিক্ষার্থীরা, দর্পণ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রসহ শহরের সবকটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকগণ। টাউনহল গেইটের সামনে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরই কুমিল্লা জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াই লাখ শিক্ষার্থী বেলা ১১টায় একযোগে মাদকের বিরুদ্ধে সেøাগান তুলে স্ব-স্ব প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও র‌্যালী করে। শিক্ষার্থীরা মাদক বিস্তৃত বিশৃঙ্খল সমাজব্যবস্থা গুঁড়িয়ে দিয়ে তারুণ্যের শক্তি ও সম্ভাবনায় সোনার বাংলাকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে।
মাসব্যাপী মাদকবিরোধী প্রচারণা প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় কুমিল্লার উপ-পরিচালক মানজুরুল ইসলাম জানান, মাদকের থাবা দেশজুড়ে এক বিশাল জাল বিস্তার করে আছে। বিভিন্নভাবে, বিভিন্ন পথে মাদক ঢুকে পড়ছে আমাদের সমাজেএমুহূর্তে আমাদের সবাইকে তরুন ও যুব সমাজ রক্ষায় মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে। বিশেষ করে এপ্রজন্মের শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে। তাদেরকে বুঝাতে হবে, পরামর্শ দিতে হবে জীবনের জন্য পড়াশুনা করতে হবে। মাদককে এখন থেকেই ঘৃণা করতে শিখতে হবে। জীবন গড়ার স্বপ্ন যেনো মাদকের কারণে বৃথা হয়ে না যায় এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মাদকবিরোধী প্রচারণার ওপর জোর দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ