রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
চট্টগ্রামের সীতাকুন্ডের বাড়বকুন্ড ইউনিয়নে এক সাবেক মেম্বারের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এঘটনায় সন্ত্রাসীরা ২ মহিলাকে পিটিয়ে যখম করেছে। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার বাড়বকুন্ড এলাকায় নডালিয়া গ্রামে এ হামলার এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার সময় ১৫/২০ জনের একটি সশস্ত্র দল বাড়বকুন্ড ইউনিয়ন সাবেক মেম্বার মোঃ আবু তাহের এর বাড়ীতে অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তারা ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। তাদের বাধা দিলে সন্ত্রাসীরা গৃহিনী জাহানারা ও শামীমা আক্তারকে এলোপাতারী ভাবে মারধর করলে দুই গৃহিনী যখম হয়। সাবেক মেম্বার আবু তাহের জানান, সন্ত্রাসীদের ১৫/২০ জনের একটি সন্ত্রাসী গ্রæপ অস্ত্র-শস্ত্র নিয়ে তার বাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে। এসময় তার স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারধর করে। এ এঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। এদিকে সীতাকুÐ মডেল থানার এসআই মোঃ নাছিরের কাছে সন্ত্রাসী হামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সন্ত্রাসীদের একটি গ্রæপ ঐ এলাকার সাবেক মেম্বার তাহের এর বাড়িতে প্রবেশ করে প্রথমে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এমন সংবাদ পেয়ে সাথে মাথে ঘটনাস্থলে পৌছানোর আগেই সন্ত্রাসী দল দ্রæত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।