রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী তিন ভাগে বিভক্ত হয়ে পালন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) সকালে পৃথক পৃথকভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়।
গতকাল সকাল ১১টার দিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি কর্মসূচি পালন শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা সভাপতিত্বে ও সহ-সভাপতি তারেক হাসনাদের পরিচালনায় বক্তব্য দেন জেলা পরিষদের সদস্য মো. হাদিউল ইসলাম হাদি, সাবেক পৌর কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া কলেজের সাবেক এজিএস ছাত্রলীগ নেতা রায়হান উদ্দিন আকন্দ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এস এম মহিবুল্লাহ পিয়াস ও হিমেল রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক বদরুল আলম ও ছাত্রলীগ নেতা সজিব প্রমুখ।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে পৌর ছাত্রলীগের আহŸায়ক ও জেলা ছাত্রলীগের উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন পাপ্পুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ডাকবাংলো মাঠে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন পৌর ছাত্রলীগের আহŸায়ক বিল্লাল হোসেন পাপ্পু, উপজেলা ছাত্রলীগের সদস্য সোহাগ ও শাহ আলম, জাংগালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক নিক্সন, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক আলমগীর প্রমুখ।
অপর দিকে দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান বাদল সমর্থিত উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক শামীম আহমেদ ও ইব্রাহিম সুজনের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ডাকবাংলো মাঠে কেক কাটার মধ্য দিয়ে দিবসটি পালন শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহŸায়ক শামীম আহমেদ ও ইব্রাহিম সুজন, জননেত্রী হাসিনা লীগের উপজেলা শাখার সভাপতি আবদুল আউয়াল মাসুদ, চÐিপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।