Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সান্তাহারে দুধর্ষ চুরি

আদমদীঘি (বগুড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহারে রেলওয়ের নিরাপত্তা বাহীনির এক হাবিলদারের বাসায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কম্পিউটারে মণিটোর ও স্বর্নলংকারসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়েগাছে বলে জানাগেছে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা যায়, বুধবার বিকেলে শহরের হার্ভে বালিকা বিদ্যালয়ের পৃর্বপার্শ্বে ইয়ার্ড কলোনীর রেলওয়ের নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত প্রহরী আব্দুস সামাদের ছেলে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার মোঃ খায়রুল আলমের মাতা, স্ত্রীসহ পরিবারে লোকজন বাসায় তালা দিয়ে মার্কেটে যায়। বাসায় লোকজন না থাকার সুযোগে চোরেরা সন্ধ্যায় বাসার প্রচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে কম্পিাটারের মনিটোর ও আলমারী তালা ভেঙ্গে সোনার ৪টি আংটি চুরি করার মর্হতে খায়রুল আলমের পিতা আব্দুস সামাদ বাসায় এলে চোরো টেরপেয়ে পালিয়ে যায়। পরে শহর ফঁড়ির পুলিশকে বিষয়টি জানানো হলো পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ