রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
আশাশুনি সদরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে শতাধিক মৎস্যঘের প্লাবিত ও তিনটি গ্রাম জলমগ্ন হয়েছে। গত বুধবার দিবাগত রাতে বলাবাড়িয়া গ্রামে বাঁধটি ভেঙে যায়।
প্রবাসী হাফিজুর রহমানের বলাবাড়িয়া গ্রামে মৎস্যঘেরের পানি উঠানো-নামানোর জন্য ওয়াপদার বাঁধে নির্মিত মিনিগেট জরাজীর্ণ ছিল। রাত্র দেড় টার দিকে গেট ভেঙে গেলে মুহূর্তের মধ্যে খোলপেটুয়া নদীর পানি ভেতরে ঢুকে শতাধিক মৎস্যঘের নিমজ্জিত হয়ে যায়। প্রায় ১৫ হাত বাঁধ ভেঙে ভেতরে ঢোকা পানির তোড়ে বলাবাড়িয়া, হাঁসখালী ও গাইয়াখালী গ্রামের বহু ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিললেন নেতৃত্বে কর্মসূচির শ্রমিকসহ তিন শতাধিক শ্রমিক কাজে লাগিয়ে বাঁধ রক্ষার কাজ করে।
ইউপি চেয়ারম্যান জানান, বুদ্ধিমত্তা ও শ্রম কাজে লাগিয়ে আপাতত পানি ওঠা বন্ধ করা হয়েছে। দ্রæত বাঁধের সুরক্ষার জন্য বাকি কাজ করতে হবে। উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ঘটনাস্থান পরিদর্শন করেছেন এবং সঠিকভাবে কাজ এগিয়ে নিতে সহযোগিতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।