Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় মানহানি মামলায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের জামিন লাভ

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৪:৫৭ পিএম, ২৪ মার্চ, ২০১৬

পাবনা জেলা সংবাদদাতা : পাবনা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লালের দায়ের করা মানহানি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় পাবনার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সশরীরে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাজিমুদ্দৌলা উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে মাহফুজ আনামের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সেইসাথে আগামী ১২ মে পরবর্তী হাজিরা দিন ধার্য করেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন,সিনিয়র অ্যাডভোকেট ও পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম। তার সাথে ছিলেন অ্যাড. আব্দুল হান্নান শেলী, অ্যাড. মলয় কুমার রায়, অ্যাড. রুহুল আমিন, অ্যাড. খায়রুল হাসান, অ্যাড. সাইফুল ইসলাম সিদ্দিক, অ্যাড. মঞ্জুর আলম বিশ্বাস। মামলার বাদী পক্ষে ছিলেন, পাবনা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল আহাদ বাবু। এসময় আদালত চত্বরে পাবনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১/১১’র সময় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশ করার অভিযোগে পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি একটি মানহানি মামলা দায়ের করেন। আদালত এই মামলা আমলে নিয়ে পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। প্রতিবেদন দাখিলের পর ডেইলি স্টারের সম্পাদকের প্রতি সমন জারি করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ