Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে কলেজছাত্রী হত্যা না আত্মহত্যা এনিয়ে ব্যাপক গুঞ্জন

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে কলেজ ছাত্রী হত্যাকে কেন্দ্র করে গোটা উপজেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কলেজ ছাত্রীর পিতা বলছেন, মেয়ের মা- তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার অসামাজিক কার্যকলাপ ঢাকতে গিয়ে অবশেষে তিনি মেয়েকে হত্যা করেন। কিন্তু মা বলছেন, গলায় কাপড় পেছিয়ে তার মেয়ে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা কোনটি সঠিক এনিয়ে উপজেলার সর্বত্র নানা গুঞ্জন চলছে। সবার সন্দেহের তীর এখন মায়ের দিকে ইঙ্গিত দিচ্ছে। পুলিশ কলেজ ছাত্রীর সুরতহাল রিপোর্ট নিয়েও লুকোচুরি করছে বলেও অভিযোগ উঠেছে। শহরের বাগবাড়ি এলাকায় বসবাসরত বাবুল মিয়ার মেয়ে ছাতক কলেজের অনার্স পড়–য়া মার্জিয়া আক্তার জলি (২১)কে তার মা কৃষি অফিসের অফিস সহায়ক রুনা বেগম তার শিবটিলা এলাকার সরকারি আবাসিক কোয়ার্টারে (ফ্লাড সেন্টার) ২০১৭সালের ২৫ডিসেম্বর মধ্যযূগিয় কায়দায় নির্যাতন করে হত্যা করেন। এব্যাপারে বুধবার রুনা বেগম জানায়, সে মেয়ের সাথে পাশাপাশি ঘরে অবস্থান করে আসছে। মৃত্যুর আগের দিন জলির বান্ধবী শহরের বৌলা গ্রামের আব্দুল খালিকের মেয়ে নীলিমা বেগম তার মেয়ের সাথে রাত্রি যাপন করে। পরের দিন সকালে সে যাবার পরেই তার মেয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। এরপর উপজেলা এলজিইডি অফিসের রিয়াজ উদ্দিন ও বাগবাড়ি গ্রামের দবির মিয়ার স্ত্রী লাইলী বেগম তার মেয়েকে ছাতক হাসপাতালে নিয়ে যান। ঘটনার দিন খৃষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় মা সেদিন বাসায় ছিলেন বলে দাবি করে রুনা। কিন্তু বাসায় থেকেও কিভাবে মেয়েটি আত্মহত্যা করেছে রুনা এব্যাপারে মূখ খুলতে নারাজ। মেয়ের পিতা বাবুল মিয়া জানায়, মায়ের অনৈতিক কাজে বাঁধা দেয়ায় তার মেয়ে অনার্স শেষ বর্ষের মেধাবী ছাত্রী জলিকে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার মা রুনা। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন। এসআই শাহিন আহমদ জানান, প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর সময় লাইলী নামের এক মহিলার মাধ্যমে শরির চেক করতে গিয়ে তার গাঁয়ে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায়। কিন্তু মেডিকেল রিপোর্ট না পাওয়া পর্যন্ত আইনানূগ কোন ব্যবস্থা নেয়া যাচ্ছেনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ