Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে গৃহবধূ সুমীকে চুল কেটে ন্যাড়া করার ঘটনায় শ^শুর গ্রেফতার

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে: অথরা আক্তার সুমী নামে দুই সন্তানের জননী এক গৃহবধূকে চুল কেটে ন্যাড়া করা এবং হাত, পা, শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দেয়ার ঘটনায় মামলা দায়েরে ১২ ঘন্টার মধ্যেই গ্রেফতার হয়েছে পাষন্ড শ^শুর মো: আবুল হাশেম। রায়পুরা থানা পুলিশ মঙ্গলবার দিবাগত ভোর রাতে আবুল হাশেমকে তার নিজ বাড়ী জাহাঙ্গীরনগর থেকে গ্রেফতার করেছে। দায়েরকৃত মামলায় গৃহবধু অথরা আক্তার সুমী তার শ^শুরের বিরুদ্ধে জলন্ত সিগারেট দিয়ে তার হাত, পা ও শরীর ঝলসে দেয়ার অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে মামলা দায়েরের পরপরই তারা আসামী ধরার জন্য তৎপর হয়। ভোর রাতে পুলিশ সুমীর শ^শুর বাড়ী রেইড দিলে অবস্থা টের স্বামী, শ^াশুরী ও দেবর-ননদরা পালিয়ে যায়। ধরা পড়ে শুধু শ^শুর আবুল হাশেম। অন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার ঘটনার বিস্তারিত জানার জন্য রায়পুরা থানার ওসির নাম্বারে ফোন করা হলে কল রিসিভ করেন এসআই আবুল কালাম আজাদ। তিনি জানান ওসি সাহেব এখন বিশ্রামে আছেন। তিনি কথা বলতে পারবেন না। আপনারা ডিউটি অফিসারের সাথে কথা বলেন। ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমত অথরা আক্তার সুমীর মামলা সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ