বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ ব্যুরো : বেসরকারি ফারমার্স ব্যাংকের পদত্যাগী অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর দুর্নীতি তদন্ত ও গ্রেফতার দাবিতে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার দুপুরে প্রায় পৌনে এক ঘন্টা এ সড়কের খাগডহর পয়েন্ট অবরোধ করে বিক্ষোব্ধ লোকজন। পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
অবরোধ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় আকুয়া ইউনিয়ন চালক সমিতির সভাপতি মোহাম্মদ মুসা, শরীফ আহমেদ, খায়রুল আলম, রানা প্রমুখ। এ সময় তারা বলেন, মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী একজন কুখ্যাত দুর্নীতিবাজ। ফারমার্স ব্যাংক লুট করে ব্যাংকটির বারোটা বাজিয়েছেন তিনি। তার অনিয়ম ও দুর্নীতিতে অনেক মানুষ নি:স্ব হয়েছেন। তিনি নিজে পদত্যাগে বাধ্য হয়ে প্রমাণ করেছেন তিনি অনেক বড় একজন দুর্নীতিবাজ। অবিলম্বে তার সকল অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে তাকে গ্রেফতার করারও জোর দাবি জানান তারা। পরে কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম ও দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক রাম প্রসাদ রামু ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, আধা ঘন্টারও কিছু কম সময় মহাসড়ক অবরোধ ছিল। পরে অবরোধকারীরা আমাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।