বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা গ্রামে আজ বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার একাংশ। আগামী ৬ই জানুয়ারী শনিবার দুপুরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ জমায়েত। প্রতি দু বছর অন্তর জেলায় এটি অনুষ্ঠিত হয়। ইজতেমা সমন্বয়ের দায়িত্ব পালন করছে জেলা প্রশাসন। শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজ মাঠ, ঈদগাহ ও আশপাশের প্রায় ২০ একর জায়গা জুড়ে ইজতেমার জন্য নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমায় আগত মুসিল্লীদের যাতায়াতের সুবিধার্থে সড়কের সংস্কার ছাড়াও পর্যাপ্ত পরিমান পানি, বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাসহ পর্যাপ্ত পরিমান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় অর্ধশতাধিক মাইকের হর্ণ লাগানো হয়েছে। তবে সবগুলো মাইক নিচের দিকে দেয়া। শব্দ দূষণ রোধেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। এক সাথে কয়েক হাজার মানুষের টয়লেট, গোসল এবং অজুর ব্যবস্থাও করা হয়েছে। এলাকাবাসীও প্রস্তুত ইজতেমার যোগ দিতে আসা মুসল্লীদেরকে বরণ করে নিতে। এবারের ইজতেমায় দেশী বিদেশী অতিথিসহ প্রায় ৩ লক্ষাধিক মুসল্লীর আগমন ঘটবে এই মাঠে। এছাড়া মাঠের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে প্রায় ৭শতাধিক পুলিশ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদেশী অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ বুথ। ইজতেমাকে ঘিরে মাঠের আশপাশের এলাকায় গেইট, ব্যানার, ফেস্টুনের বর্ণিল সাজে সাজানো হয়েছে। মুসলিদের জরুরি চিকিৎসা সেবা প্রদানের জন্য র্যাবের অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে সেখানে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জানান, ইজতেমা সফল করার জন্য যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।