Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ছাত্রী উত্ত্যক্ত করার দায়ে ছাত্রের কারাদন্ড

| প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর গোদাগাড়ীতে ইভটিজিং এর দায়ে আল-আমিন (২২) নামের একাদশ শ্রেণির অধ্যায়নরত এক কলেজ ছাত্রকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়নের মৃত. আমানুল্লার ছেলে। পুুলিশ সূত্রে জানা যায়, মাছমারা গ্রামের আল আমিন ও একই গ্রামের জনৈক ব্যাক্তির কলেজ পড়ুয়া মেয়েকে পূর্ব হতেই প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলো। মেয়ের পিতার কাছের বিয়ের প্রস্তাব দিয়ে কোন লাভ হয়নি। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে ওই কলেজ ছাত্রী তার পিতাকে মাঠের মধ্য দিয়ে খাবার দিতে যাচ্ছিলো। মাঝ পথে আল আমিন তার সামনে রাস্তা ঘিরে কথা বলার চেষ্টা করে। মেয়ে কথা না বলতে চাইলে এক রকম জোর করে কথা বলার চেষ্টা করলে চিৎকার দেয়া। তাৎক্ষণিক আশে পাশের লোকজন জড়ো হয়ে আল-আমিন কে উত্তম মাধ্যম প্রহার করে। পরে গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত কেন্দ্রের পুলিশকে অবহিত করলে তদন্ত কেন্দ্রের এসআই আবু বক্কর সিদ্দিকসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনা স্থলে পৌছে আল আমিন কে উদ্ধার করে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে বিকেলে সোপার্দ করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সানওয়ার হোসেন উত্যক্ত করায় দায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ