প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
পল্লীকবি জসিম উদ্দিনের বিখ্যাত ‘কবর’ কবিতা অবলম্বনে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবিতার শিরোনামে নির্মিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাশিদ পলাশ। পান্ডুলিপি করেছেন ফেরারী ফরহাদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন একঝাঁক তারকা অভিনয় শিল্পী। চলচ্চিত্রে কবিতার দাদু চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, নাতি চরিত্রে মাহিবি জাহান, দাদি চরিত্রে নওশাবা, ছেলের চরিত্রে শিমুল খান, ছেলের বউয়ের চরিত্রে চম্পা, আর বুজি চরিত্রে সাদিয়া রহমান। ‘কবর’ কবিতাটি সম্পর্কে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর কর্ণধার ধ্রুব গুহ বলেন, ‘কবর’ অনেক মানুষের পড়া একটা গল্প। যারা আমরা কবিতাটি পড়েছি, প্রত্যেকেই নানাভাবে এটি আমাদের কল্পনায় দেখেছি। কবিতাটি কবির খুবই আবেগপ্রবণ একটি সৃষ্টি। কবিতায় রঙিন চোখ দিয়ে একটা সাদাকালো গল্প দেখি আমরা। অথচ কবিতাটি নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। তাই ডিএমএস এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’ প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। গত ১ জানুয়ারী পল্লী কবির জন্মদিন উপলক্ষে কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘ধ্রুব টিভি’ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কবর’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।