Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটি পেরিয়ে এফ এ সুমনের পাগলীরে

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বাংলাদেশের সঙ্গীত জগতের পরিচিত নাম এফ এ সুমন। এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ইউটিউব এবং ওয়েলকাম টিউনেও গানগুলোর অবস্থান ছিল বেশ ভালো। ধারাবাহিকভাবে উপহার দিয়ে চলেছেন নতুন নতুন গান।তার প্রকাশিত গান গুলোর মধ্যে বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ পার হয়েছে। তার গাওয়া আরও বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউ ছুইছুই করছে। তবে ২০১৭ সালে খুব অল্প সময়ে এফ এ সুমনের প্রকাশিত ‘পাগলীরে’ গানের ভিউ ১ কোটি ৩০ লাখ পার হয়েছে। গানটি লিখেছেন সোহাগ ওয়াজীউল্লাহ। সুর ও সঙ্গীত করেছেন এফ এ সুমন নিজেই। গানটি গত বছরের জুলাই মাসে জি সিরিজের ইউটিউবে চ্যানেলে প্রকাশ হয়। জি সিরিজের ইউটিউবে অফিশিয়াল লিরিক্যাল ভিডিও ভিউ হয়েছে ৯ লাখ ৩৪ হাজার ভিউ হয়েছে। আর অন্যান্য আনঅফিশিয়াল চ্যানেলেই ভিউ হয়েছে ১ কোটি ২০ লাখ ৬৫ হাজার। এফ এ সুমন বলেন, ২০১৭ সালে গানটিতে সবচেয়ে বেশি ভিউ। যেহেতু ভিউ দিয়ে গানের টপচার্ট নির্ধারণ করা হচ্ছে,সেহেতু পাগলিরে গানটি টপচার্টের নাম্বার ওয়ান গান। সবচেয়ে বড় কথা হলো আমার অফিসিয়াল ভিডিও ছাড়াই আমার গানকে ভালোবেসে অনেক ভক্তরা আনঅফিসিয়াল ভিডিও তৈরি করে থাকে। আর সেই ভিডিওগুলোই ইউটিউবে বেশ জনপ্রিয় হয়ে উঠে। আমি মনে করি, ভালো গান হলে সেটাই সব প্ল্যাটফর্মে ভালো সাড়া পাওয়া যায়। উল্লেখ্য,বর্তমানে এফ এ সুমন বর্তমানে স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন।



 

Show all comments
  • rijon ১১ জুন, ২০১৯, ৪:৩৬ পিএম says : 0
    আপনার গানটি আমার সেই মজা লা ১ জামালপুর থেকে বলছিলাম
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ