বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
হাটহাজারী উপজেলা সংবাদদাতা : হাটহাজারী উপজেলার ১৫ নম্বর বুড়িশ্চর ইউনিয়নের হালদা নদীর তীরবর্তী ৩ নম্বর ওয়ার্ডে চুরি করতে গিয়ে গাছের ডাল থেকে পড়ে আনুমানিক ২৫-২৮ বছর বয়সী এক অজ্ঞাতমানা এক চোরের মৃত্যু হয়েছে। গত সোমবার দিবাগত রাতে ওই ওয়ার্ডের গোমস্তা বাড়ির মো. নুরুল আবছারের বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক মো. নূরুল্লাহ ভূঁইয়া জানান, সোমবার রাতে গোমস্তা বাড়ির নুরুল আবসারের দ্বিতল বাড়িতে চুরি করতে আম গাছ বেয়ে উঠেছিল চোরটি। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে ‘ডাকাত’, ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় চোরটি গাছের ডাল থেকে পড়ে ছাদের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।