Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরের রাজনীতিতে নতুন নেতার আর্বিভাব

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরের বিএনপির রাজনীতিতে পিতার ও দাদার উত্তরসূরি হিসেবে আর্বিভাব হয়েছে চৌধুরী নায়াবা ইউসুফ। দাদা দক্ষিণ বঙ্গের সিংহ পুরুষ সাবেক মন্ত্রী ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া ও পিতা- সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদপুরের রাজনীতির আরেক সিংহ পুরুষ চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা নায়াব।
সাম্প্রতিক তিনি ফরিদপুরের রাজনীতিতে পিতার সঙ্গে থেকে অনেক অগ্রসর হয়েছেন। পিতা কামাল ইবনে ইউসুফের মত গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের খোঁজখবর নিচ্ছেন। ফরিদপুর সদর উপজেলার কোতয়ালী থানার ১২টি ইউনিয়নের জনগণ তার কার্যক্রমে খুশি। প্রতিটি ইউনিয়নের বাড়িতে বাড়িতে গিয়ে মুরুব্বীদের সাথে দেখা করা ও খোঁজখবর রাখছেন যা অতিতেও দাদা মোহন মিয়া পিতা চৌধুরী কামাল ইববে ইউসুফ এভাবেই রেখেছেন। চৌধুরী নায়াবা ইউসুফ বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পিতার জন্য চরাঞ্চলে গিয়ে উঠান বৈঠক অব্যহত রেখেছেন। চরাঞ্চল ও বিভিন্ন ইউনিয়নের সাধারণ জনগনরা বলেন, যোগ্য পিতার যোগ্য কন্যা আমরা পেয়েছি। যখন চৌধুরী কামাল ইবনে ইউসুফ রাজনীতিতে থাকবে না তখন আমরা তার যোগ্য কন্যা চৌধুরী নায়াবা ইউসুফের নেতৃত্বেই চলব এবং আমাদের ফরিদপুরের নেতা হিসেবে মেনে নেব।



 

Show all comments
  • md.Shadiul Ahmed ৫ জানুয়ারি, ২০১৮, ১১:৩০ পিএম says : 0
    আমি তাকে চিনি। তাকে চরের মানুষ পছন্দ করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ