বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গরিব ও মেধাবীদের বিনা খরচে পড়ার সুযোগ রয়েছে কাগতিয়া মাদরাসায় -ড. আবুল মনছুর
প্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামে কাগতিয়া আলীয়া দরবার শরীফ কমপ্লেক্সে ঐতিহ্যবাহী কাগতিয়া কামিল এম.এ. মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর বলেন, শিক্ষার প্রসারে কাগতিয়া মাদরাসার অধ্যক্ষ ছৈয়্যদ মুনির উল্লাহ্ আহমদী একজন নিবেদিত প্রাণ। তিনি কাগতিয়া মাদরাসার চট্টগ্রাম মহানগর ক্যাম্পাসে এসব গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে থাকা-খাওয়াসহ ফ্রি বইপত্র, খাতা-কলম দিয়ে লেখাপড়ার বিশাল সুযোগ করে দিয়েছেন। শুরুর মাত্র বছর খানেকের মধ্যে এ মহৎ ব্যক্তির পৃষ্টপোষকতায় কাগতিয়া মাদরাসার মহানগর ক্যাম্পাসে গড়ে ওঠছে বিশাল একাডেমিক ভবন, রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সহিদুল করিম চৌধুরী বলেন, কাগতিয়া মাদরাসার রয়েছে একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও সুনাম। আর এটি ধরে রাখতে শিক্ষার্থীদের যেমন নিবেদিত হতে হবে তেমনি অভিভাবকদেরও তাঁদের সন্তানদের লেখাপড়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজির হাট বিশ^বিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন, মাওলানা মুহাম্মদ ফোরকান প্রমুখ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক এবং অভিাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সালাউদ্দিন ও মুহাম্মদ গিয়াস উদ্দিন। পরে অতিথিরা বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে উত্তীর্ণ মাদরাসার কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও ক্রেষ্ট তুলে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।