বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রæপের সংঘর্ষে ফায়েক মিয়া (৩৫) নামে এক যুবক নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সকালে মুকুসুদপুর উপজেলার বাহারা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ফায়েক ওই গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাহারা গ্রামের আবু তৈয়ব মিয়া ও সরোয়ার মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় গ্রæপের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে সরোয়ারের সমর্থক ফায়েক মিয়া নিহত হয়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। প্রতিপক্ষের লোকজন বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। আহতদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকুসদুপর থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩ জনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাহারার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।