Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

এমজেএল বাংলাদেশের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন অডিটোরিয়ামে এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর ১৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। এজিএম-এ সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাজিমউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালকদের মধ্যে আব্দুল মুঈদ চৌধুরী, মো. আমিনুর রহমান, মো কামরুল হাসান, তাঞ্জিল চৌধুরী এবং স্বাধীন পরিচালক ড: মোহাম্মদ তামিম। এছাড়াও এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর সিইও, সিএফও, কোম্পানি সেক্রেটারি এবং শেয়ারহোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। নাজিমউদ্দিন চৌধুরী জানান, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত ১২ মাসে এমজেএল বাংলাদেশ লিমিটেড-এর সর্বমোট বিক্রয় ৮ হাজার ৭৯ মিলিয়ন টাকা এবং নিট লাভ ১ হাজার ৯৯৭ মিলিয়ন টাকা অর্জন করেছে। এ সময় তিনি শেয়ারহোল্ডারগণ ৪৫শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ