Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় পুলিশের ৮ সদস্য পেলেন বিপিএম পিপিএম পদক

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মহসিন রাজু, বগুড়া ব্যুরো : সাহসী ভ‚মিকা ও ক্ষিপ্রতার সাথে জঙ্গী তৎপরতা দমন করায় বগুড়ার পুলিশ সুপার সহ ৮ পুলিশ কর্মকর্তা ও সদস্য এবছর বিপিএম/পিপিএম পদকে ভ‚ষিত হয়েছেন। এক সাথে একটি জেলায় এতগুলো পদক লাভের ঘটনা এই প্রথম বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, এবছর বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, পুলিশের বগুড়া জেলা গোয়েন্দা শাখার সাব ইন্সপেক্টর জুলহাজ উদ্দিন, সাব ইন্সপেক্টর মজিবর রহমান বিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন। মোঃ আসাদুজ্জামান পুলিশের এই সর্বোচ্চ পদক (সেবা) আগেই পেয়েছিলেন।
এছাড়াও যারা পিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন, তারা হলেন বগুড়া গোয়েন্দা পুলিশের সাব ইন্সপেক্টর মোঃ আলমগীর হোসেন ও মোঃ ফারুক হোসেন। এছাড়াও কনস্টেবল মোঃ ইসমাইল হোসেন ও হেলাল উদ্দিন ও বিপিএম (সাহসিকতা) পদক পেয়েছেন।
আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে রাজাবাগ পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে বগুড়ার এই ৮ পুলিশ কর্মকর্তা ও সদস্য সহ মোট ১শ’ ৮২ জন কর্মকর্তাকে এই পদক প্রদান করা হবে। পদক প্রাপ্তদের মধ্যে বিপিএম (সাহসিকতা) পদকধারীরা নগদ এক লাখ টাকা এবং পিপিএম (সাহসিকতা) পদকধারীরা নগদ ৭৫ হাজার টাকাও পাবেন।
উল্লেখ্য, এর আগে বগুড়ার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পুলিশের এই সর্বোচ্চ পদক (সেবা) আগেই পেয়েছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ