Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তারকাদের উপস্থিতিতে ইলিয়াস কাঞ্চনের ৪০ বছর পুর্তি অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন ঃ চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার অভিনয় জীবনের চল্লিশ বছর পূর্ণ করেছেন গত ৩১ ডিসেম্বর। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় চল্লিশ বছর পূর্ণ করায় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে ঢাকা ক্লাবে ইলিয়াস কাঞ্চন তার পথচলা’র সহকর্মীদের নিয়ে এক গেট টুগেদারের আয়োজন করেছিলেন। প্রযোজক, পরিচালক, সাংবাদিক, শিল্পী’সহ আরো অনেকেই তার এই নিমন্ত্রণে উপস্থিত হয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন, দোয়া করেছেন। উপস্থিত হয়েছিলেন তথ্যমন্ত্রী আহসানুল হক ইনু। তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে জুটি হিসেবে প্রথম সাফল্য পায় রহমান-শবনম, এরপর জুুটি হিসেবে সাফল্য পায় রাজ্জাক-কবরী। তারপরও এককভাবে যে নায়ক নিজের অভিনয় দিয়ে, মেধা দিয়ে সাফল্য পান তিনি ইলিয়াস কাঞ্চন। দীর্ঘদিন তিনি তার অভিনয় দিয়ে দর্শককে হলে টেনে নিয়ে গেছেন। আমার মনে হয়, এই সময়ের শিল্পীদের তার অভিনয় জীবন, তার আদর্শ অনুসরণ করা উচিত।’ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইলিয়াস কাঞ্চনের বহু চলচ্চিত্রের নায়িকা চম্পা। চম্পা বলেন, ‘কাঞ্চন ভাই একজন ভালো মনের মানুষ। একজন বন্ধু, একজন অভিভাবক। তারসঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের জুটির সবচেয়ে হিট সিনেমা ভোজাচোখ। নিরাপদ সড়ক চাই নামে যে আন্দোলন তিনি একাই করে এসেছেন তা আমাদের সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’ ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা যারা আমার আহŸানে সাড়া দিয়ে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ। আমার পথচলার সঙ্গী হিসেবে যারা ছিলেন অনেকেই আজ এখানে নেই। তাদের মন থেকে ভীষণ মিস করছি। সেইসাথে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা আমাকে কতটা ভালোবাসেন, সেটা আমি উপলদ্ধি করতে পারি। আপনাদের কারণেই আমার আজকের এই অবস্থান। আমার বিশ্বাস, আগামী দিনেও আপনারা আপনাদের দোয়া, ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন।’ ইলিয়াস কাঞ্চনের চল্লিশ বছর পূর্তি অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বাচ্চু, আজিজুর রহমান, শফি বিক্রমপুরী, হাফিজ উদ্দিন, আবু মুসা দেবু, চিত্রনায়ক ফারুক, চম্পা, আহমেদ শরীফ, ফাহমিদা নবী, আমিন খান, শাবনাজ, শাবনূর, পপি, পূর্ণিমা, ফেরদৌস, মিশা সওদাগর, জায়েদ খান, অমিত হাসানের স্ত্রী লাবনী, মুশফিকুর রহমান গুলজার, নরেশ ভূঁইয়া, বজলুর রাশেদ চৌধুরী, নুর মোহাম্মদ মনি, রেজা লতিফ, সোহানুর রহমান সোহান এবং ইলিয়াস কাঞ্চনের স্ত্রী ফরিদা ইয়াসমিন’সহ আরো অনেকে। অনুষ্ঠানটির উপস্থাপনা করেন সাংবাদিক স্ক্রিপ্ট রাইটার মুজতবা সউদ। উল্লেখ্য ১৯৭৭ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রথম চলচ্চিত্র সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ চলচ্চিত্রটি।



 

Show all comments
  • Md Mustafa Kamal ৩ জানুয়ারি, ২০১৮, ১২:৩০ পিএম says : 0
    Thank Inqulib for presenting a good news
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ