প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন রিপোর্ট: সঙ্গীতশিল্পী তাহসান নিয়মিত নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে কখনো অভিনয় করেননি। প্রথমবারের মতো তিনি নায়ক হয়ে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তরুণ নির্মাতা মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ‘যদি একদিন’-এ তাকে নায়ক হিসেবে দেখা যাবে। তবে তার বিপরীতে নায়িকা কে হবেন, তা এখনও নিশ্চিত করা হয়নি। তবে কলকাতার কোনো নায়িকাকে তার বিপরীতে দেখা যেতে পারে। নায়ক হিসেবে ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাহসান। তাহসান বলেন, নতুন একটা অভিজ্ঞতা হবে। গল্পটি আমার পছন্দ হয়েছে। চরিত্রটিও বেশ মজার। আশা করছি, দর্শক অনেক চমক পাবেন এ সিনেমায়। রাজ বললেন, আমার সিনেমার চরিত্রের জন্য তাহসান ভাইকে পেয়ে ভালো লাগছে। গল্পটা লেখার সময় যা ভেবেছি তাতে তাকেই আমার যুতসই মনে হয়েছে। তিনি আমার সিনেমায় কাজ করতে রাজি হয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আশা করছি, ভালো কিছু হবে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চ্যানেল আরটিভি প্রযোজিত সিনেমাটির গল্প লিখেছেন রাজের সাথে আসাদ জামান। একটি পরিবারের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হচ্ছে। গল্পটা পরিবারকেন্দ্রিক। যদি একদিন রাজের পঞ্চম সিনেমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।