Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া ছাড়া নির্বাচন হবে না - নিতাই রায় চৌধুরী

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাগুরা থেকে সাইদুর রহমান : নিজেদের তৈরি সংবিধানের দোহাই দিয়ে ইচ্ছামত নির্বাচন করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। জনগণ কি চায় সে ভাষা বুঝতে হবে সরকারকে। জনমতের বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ টিকে থাকতে পারেনি। আর জন সমর্থন হীন আওয়ামী লীগ সরকারের টিকে থাকার প্রশ্নই উঠে না। তিনি বলেন, এ সরকারের অধিনে বিএনপি নির্বাচনে যাবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া আর এ সরকারের অধিনে নির্বাচন এ দেশের মাটিতে হবে না। গতকাল ইনকিলাবের সাথে আলাপকালে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী এসব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন নিরপেক্ষ হয়নি আর হবেওনা। এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৪ আসনে কোন প্রার্থী ছিল না। যে গৃহপালিত বিরোধী দল রয়েছে তারাও কোনো প্রার্থী দিতে পারেনি। এ নির্বাচনে জনগণের কোনো অংশ গ্রহণ ছিল না। তাই এ সরকার জনগণের সরকার নয়। বর্তমান সরকার সম্পুর্ণ অবৈধভাবে ক্ষমতায় রয়েছে। পাতানো নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জনগণ বাস্তবায়ন হতে দেবে না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারই হতে হবে সরকার পরিবর্তনের একমাত্র পদ্ধতি। এক প্রশ্নের উত্তরে নিতাই রায় চৌধুরী বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনী নিরপেক্ষ হয় নাই, হবে না। যা বারবার প্রমাণিত হয়েছে । আর এ কারণেই বিশ্বের কোথাও তাদের নির্বাচন গ্রহণযোগ্যতা পায়নি। ভবিষ্যতেও এ সকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। নিরপেক্ষ সরকারের দাবি এ কারণেই। বিএনপি নির্বাচনের দল নির্বাচনে যেতে চায়। নিরপেক্ষ সরকার জনদাবি, এ দাবির প্রতি সম্মান দেখিয়ে সরকার পরিবর্তনের হাতিয়ার নির্বাচন দিতে হবে। তিনি বলেন, অবৈধভাবে ক্ষমতায় থেকে লুটপাট চালিয়ে অর্থবিত্তের মালিক হচ্ছে এবং আবার ক্ষমতায় যেতে চাচ্ছে। জনগণ তাদের ক্ষমতায় আর চায় না বুঝতে পেরে মরিয়া হয়ে ওঠেছে। নিতাই রায় চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিক আর আমরা নির্বাচনে যাব দেখা যাবে জনগণ কাদের ভোট দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ