রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ল²ীপুর জেলা সংবাদদাতা : ‘নারী পুরুষ নির্বিশেষ, সমাজ সেবায় গড়ব দেশ’ এমন এ সেøাগানকে সামনে নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও সমাজসেবার আয়োজনে মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, সহকারী পুলিশ সুপার সার্কেল খন্দকার গোলাম শাহনেওয়াজ, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নজরুল ইসলাম পাটোয়ারী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহবুবুর রহমান, রায়পুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এস এম জোবায়েদ, রুহুল আমিন মাস্টার প্রমুখ। আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনি, লিভার, প্যারালাইজডসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৩৭ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১৮ লাখ ৫০ হাজার টাকার চেক এককালীন অনুদানের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় সমাজসেবা বিভাগের অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, এনজিওসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।