Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জ অফিসার্স ক্লাব ভবন উদ্বোধন

| প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ অফিসার্স ক্লাব ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নবনির্মিত ভিলেজ স্টেজ, অফিসার্স ক্লাব ভবন ও বাংলোর সংস্কার কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় তাঁর সহধর্মিনী সিনিয়র সহকারী পুলিশ সুপার ও শিবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ফরিদা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার তনয়া শেরিন শিমরাহ্ শাবাহাত রাইম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন ও তাঁর সহধর্মিনী, শিবগঞ্জ অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে নবনির্মিত ভিলেজ স্টেজ, বাংলোর সংস্কার কাজের সার্বিক তত্ত¡াবধান ও বাস্তবায়নে ছিলেন সহকারী প্রকৌশলী আয়াতুল্লাহ্ বেহেস্তী ও শিবগঞ্জ অফিসার্স ক্লাব ভবনের বাস্তবায়নে ছিলেন শিবগঞ্জ অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ