Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা সৈকত আটক

ব্যাংকের ২ কোটি টাকা লোন নিয়ে সুদের ব্যবসা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রাজধানী থেকে নিখোঁজ ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. নাইমুল ইসলাম সৈকতকে আটক করেছে পুলিশ। গত রোববার চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা হতে তাকে আটক করে রাজধানীর শিল্পাঞ্চল থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটির মতো টাকা নিয়ে সুদে লোন দিয়েছিলেন সৈকত। কিন্তু সেই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামে আত্মগোপনে ছিলেন তিনি। গত ২৬ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা হতে নিকেতনে অবস্থিত অনিক টাওয়ারে ব্র্যাক ব্যাংক হেড অফিসে যাওয়ার কথা বলে তার স্ত্রীর সাথে মোবাইলে যোগাযোগ করেন তিনি। এরপর থেকে তার কোনো সন্ধান না পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় গত ২৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আবদুর রশিদ দৈনিক ইনকিলাবকে জানান, নাইমুল ইসলাম ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখার একজন ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস অফিসার। নিখোঁজের পর এ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধারের লক্ষ্যে তদন্ত শুরু করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। বিভিন্ন তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গত রোববার চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার কাচারীপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। ওসি বলেন, সৈকত ব্র্যাক ব্যাংক থেকে প্রায় দুই কোটির মতো টাকা নিয়ে মানুষের কাছে সুদে লাগান। সেই টাকা মানুষের কাছ থেকে উদ্ধার করতে না পেরে চট্টগ্রামে আত্মগোপন ছিলেন। তাকে গতকাল সোমবার আদালতে পাঠানো হলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের নির্দেশে তাকে পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ওসি আবদুর রশিদ জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংকের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ