বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : ফতুল্লায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে নির্যাতনের অভিযোগে কাশীপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দুপুরে কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মোক্তার হোসেন ফতুল্লার ভোলাইল এলাকার আইস আলী রব মিয়ার রব মিয়ার ছেলে। সে কাশিপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি।
কাশিপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন গত ১৪ বছর আগে ভোলাইল এলাকার ইউনুছ মিয়ার কন্যা রাহিমা আক্তার আঁখিকে বিয়ে করে। তাদের সংসারে দু’টি সন্তান জন্ম হয়। তারা মিলিত ভাবে স্থানীয়ভাবে একটি কিন্ডার গার্টেন স্কুল প্রতিষ্ঠা করেন। স্ত্রী আঁখি আক্তার সুন্দরী হওয়ায় নানা ভাবে তার স্বামী মোক্তার হোসেন তাকে সন্দেহ করে। এ নিয়ে মোক্তার হোসেন তার স্ত্রীকে সন্দেহ করে প্রায় সমই মারধর করতো। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে বিচার শালিস করে মিমাংসা করে দেয়া হয়। কিন্তু কিছুদিন না যেতে আবারও তাদের মধ্যে দাম্পত্য কলহ নেমে আসে। তারই জের ধরে চলতি মাসে আঁখি তার স্বামী মোক্তারকে তালাক দিয়ে দেন। তালাকের পর মোক্তার আরও বেপরোয়া হয়ে উঠে। শুক্রবার রাতে আঁখির বাসায় গিয়ে মোক্তার তাকে মারধর করে। দ্বিতীয় দফায় রোববার সকালে আঁখিকে বেদম প্রহার করে। এ ঘটনায় আখি আক্তার বাদী হয়ে মোক্তার হোসেনের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ মোক্তার হোসেনকে গ্রেফতার করে।
আঁখি আক্তার জানান, নির্যাতন সহ্য করতে না পারায় জীবন রক্ষার্থে মোক্তারকে তালাক দেন। তালাক দেয়ার পরও আঁখির স্কুল দখলসহ মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন শুরু করে। রোববার সকালে পরিকল্পিত ভাবে মোক্তার আঁখিকে হত্যার উদ্দ্যেশে এলোপাথারী মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।