বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আরিচা সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার সকাল ৬টা ২০মিনিট থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া কতৃপক্ষ। ফেরি বন্ধ করে দেয়ায় ঘাটে আসা কোচ ও পণ্যবাহী ট্রাকগুলো দুই পাড়ে আটকে পড়ে। বিআইডবিøউটিসির ম্যানেজার নাসির উদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে গতকাল সোমবার সকাল ৬টা ২০মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সকল ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়।এসময় পদ্মা নদীর মাঝে যানবাহন বোঝাই অবস্থায় ৪টি ফেরি, পাটুরিয়া ঘাটে ২টি ফেরি এবং দৌলতদিয়া ঘাটে ১১টি ফেরি করে নোঙর করে থাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।