Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে যৌতুক বিরোধী মহাসমাবেশ ৬ জানুয়ারি

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম


চট্টগ্রাম ব্যুরো : যৌতুক প্রথা ও নারী নির্যাতন বন্ধে গণসচেতনতা গড়ে তুলতে আগামী ৬ জানুয়ারি চট্টগ্রাম লালদীঘি ময়দানে যৌতুক বিরোধী মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করে যৌতুক বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হবার আহŸান জানানো হয়েছে। গতকাল (সোমবার) চট্টগ্রাম প্রেসক্লাবে আনজুমানে রজভীয়া নূরীয়ার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহŸান জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মেলন প্রস্তুতি কমিটির আহŸায়ক সৈয়দ মুহাম্মদ সেলিম যৌতুকবিহীন বিয়ে চালু, যৌতুক ছাড়া বিয়ে করা যুবকদেরকে সরকারি-বেসরকারি চাকুরীতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগদান, যুবকদেরকে সহজ শর্তে বিনা সুদে ঋণদান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যৌতুকমুক্ত বিয়ের প্রণোদনা হিসেবে ম্যারেজ ফান্ড গঠন করে বিবাহ খরচ যোগানো, মসজিদের ইমাম, খতিব ও ওলামা-মাশায়েখকে যৌতুক বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহŸান জানান। আনজুমানে রজভীয়ার মহাসচিব মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন বলেন, পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর আহŸানে লালদীঘি ময়দানে এবারসহ ১০ম বারের মতো যৌতুক বিরোধী মহাসমাবেশ ও ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিল হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনজুমানে রজভীয়ার ভাইস চেয়ারম্যান মুহাম্মদ নুরুল হক, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, এড. আবদুর রশিদ দৌলতী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাওলানা আবুল কালাম আজাদ, আবু ছালেহ আঙ্গুর, প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, রজভীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ