বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে আরেক ধাপ এগোলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এরমাধ্যমে রোগীদের হালনাগদের তথ্যসমূহ সংরক্ষণ করা, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে বাধাসমূহ দূরীকরণসহ বিভিন্ন সুবিধা সৃষ্টি ও সোব কার্যক্রম সম্প্রসারিত হবে। পাশপাশি বিশ^বিদ্যালয়ের পেপারলেস কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। ভবিষ্যতে রোগীরা অনলাইনের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় তথ্যসমূহ পাবেন। এ বিশ^বিদ্যালয়ের সকল কার্যক্রম ডিজিটালাইজড করার লক্ষ্যে নতুন বছরের প্রথম দিন গতকাল ডা. মিল্টন হলে ক্যাম্পাস নেটওয়ার্কও স্থাপন কার্যক্রম উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল।
সভাপতিত্ব করেন পরিচালক (আইটি) এ আর আজিমুল হক রায়হান। আরো উপস্থিত ছিলেন ডীন এবং প্রফেসর ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বি বøকের ২য় তলায় বিএসএমএমইউ নেটওয়ার্ক অপারেশন সেন্টারে ক্যাম্পাস নেটওয়ার্কও স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
ডা. কামরুল হাসান খান বলেন, বর্তমানে দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ক্ষেত্রেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ও এক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। ক্যাম্পাস নেটওয়ার্কও স্থাপনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের পেপারলেস তথা অটোমেশন কার্যক্রম বাস্তবে রূপ নিতে যাচ্ছে। চিকিৎসা শিক্ষা, সেবা, গবেষণা, প্রশাসনিক কার্যক্রমসহ রোগীদের কল্যাণে বিজ্ঞানের বিষ্ময়কর আবিষ্কার তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।