Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঢাকা ওয়াসার পেনশনভোগীদের জন্য অনলাইন পেমেন্ট সেবা

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

দেশের প্রথম সরকারী সেবা সংস্থা হিসেবে ঢাকা ওয়াসা পেনশনভোগরত কর্মকর্তা/কর্মচারীদের জন্য অনলাইন পেনশন পেমেন্ট সেবা চালু করেছে। এখন থেকে ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীগণ দেশের যে কোনো প্রান্তে জনতা ব্যাংক’র অনলাইন শাখা থেকে পেনশন/ ভাতা উত্তোলন করতে পারবেন। এজন্য তাদের আর ঢাকায় হবেনা। ১ জানুয়ারি ওয়াসা ভবনে এক অনুষ্ঠানে ঢাকা ওয়াসা ও জনতা ব্যাংক যৌথভাবে এ অনলাইন সেবা উদ্বোধন করে। ঢাকা ওয়াসার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং জনতা ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুছ সালাম আজাদ উপস্থিত থেকে ঢাকা ওয়াসার পেনশনভোগীদের জন্য সোমবার এ অনলাইন সেবা উদ্বোধন করেন। এ ছাড়া অনুষ্ঠানে ঢাকা ওয়াসার বাণিজ্যিক ব্যবস্থাপক উত্তম কুমার রায়, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা রতœ দ্বীপ বর্মণসহ উভয় সংস্থার অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ