Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাচিপা উপজেলা ভাইস চেয়ারম্যান লাঞ্ছিত

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

গলাচিপা(পটুয়াখালী)উপজেলা সংবাদদাতা : গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিক্ষক নেতা মো. মতিউর রহমানকে লাঞ্জিত করেছে কামরুল ও অসিফের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী। ঘটনাটি ঘটেছে রোববার রাত ৯ টার দিকে গলাচিপার হরিদেবপুর খেয়াঘাটে। গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শিক্ষক নেতা মধ্য হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান জানান, রোববার পটুয়াখালী জেলা শিক্ষা অফিসে কাজশেষে গলাচিপায় বাসায় ফেরার পথে হরিদেবপুর খেয়াঘাটে রাত ৯ টার দিকে পৌছলে কামরুল ও আসিফের নেতৃত্বে ২০/২৫ জন সন্ত্রাসী অতর্কিতভাবে তাকে লাঞ্ছিত করে ও জোরপূর্বক গলাচিপা শহরের হাইস্কুল রোডে নিয়ে আসে। লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা এ্যাডভোকেট মু.শামীম মিয়ার সেরেস্তায় তাকে উঠায়। সেখান থেকে গলাচিপা থানার ওসি মো. জাহিদ হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে ভাইস চেয়ারম্যান মতিউর রহমানকে উদ্ধার করে বাসায় পৌছে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ