বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : পটিয়ার চাঞ্চল্যকর হত্যাকাÐ মাইক্রোচালক আবদুল হাকিম (৫৫) হত্যাকাÐের এক মাস গত হলেও পুলিশ কোন ক্লু উদ্ধার কিংবা কাউকে গ্রেফতার করতে পারে নি। গত ২৯ নভেম্বর গভীর রাতে মাইক্রোচালক আবদুল হাকিমকে যাত্রীবেশে চিনতাইকারীরা জবাই করে হত্যা করে। ৩০ নভেম্বর সকালে পটিয়া পোস্ট অফিস মোড়ে মাইক্রোসহ চালক হাকিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত মাইক্রোচালক হাকিমের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় সে দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে চট্টগ্রাম শহরে থাকত। মাইক্রো চালিয়ে হাকিম জীবিকা নির্বাহ করত। ঘটনার দিন ২৯ নভেম্বর বিকেলে চট্টগ্রাম মহানগরীর লাল দিঘীর পাড় থেকে যাত্রী বেশে কতিপয় দুর্বৃত্ত কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে তার মাইক্রোটি ভাড়া করে। গাড়ি নিয়ে কক্সাবাজারের পথে রওনা হলে গাড়ির মালিক বশির ও তার ছেলের সাথে কথা হয়। রাত ১২টা পর্যন্ত গাড়ির মালিকের সাথে হাকিমের কথা চলে। উক্ত গাড়িতে ছিল তথ্য প্রযুক্তি সমৃদ্ধ গাড়ী লক করার চাবি ও অবস্থান নির্ণয়ের যন্ত্র। ভোর সকালে গাড়ির মালিক বশির তার অবস্থান অবগত না হলে রিমোর্টের মাধ্যমে বশির গাড়ির গতি বন্ধ করে দেয়। এতে পটিয়া পোস্ট অফিসের সন্নিকটে মহাসড়কে গাড়িটি রাস্তার উপর দাঁড়িয়ে যায়। এ ফাঁকে দুর্বৃত্তরা গাড়ি থেকে পালিয়ে যায়। রাস্তার উপর দাড়ানো গাড়ি সড়াতে গিয়ে লোকজন জানালার ফাঁকে হাকিমের গলাকাটা লাশ দেখতে পেয়ে পটিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ সহ মাইক্রোটি উদ্ধার করে। এ ব্যাপারে হাকিমের ছেলে বাদী হয়ে পটিয়া থানায় অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। অভিজ্ঞ মহলের মতে, খুনের রহস্য ঠিকমত উদঘাটন না হওয়া ও আসামীরা গ্রেফতার না হওয়ায় পটিয়ায় ইদানিং খুনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। যার কারণে লোকজনের মধ্যে আতংকও বাড়ছে। এ ব্যাপারে পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, এ হত্যাকান্ড সম্পর্কে ক্লু উদ্ধার করতে পুলিশ অনেকটুকু অগ্রগতি হয়েছে। কিছুদিনের মধ্যে এর ক্লু উদ্ধার সম্ভব হবে। তবে মামলাটি তদন্ত করছেন এস আই আমিনুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।