Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামীতে অশ্বেতাঙ্গ বা নারী ‘জেমস বন্ড’

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

‘জেমস বন্ড’ সিরিজের নির্মাতারা কেন্দ্রীয় ভূমিকায় এখন একজন কৃষ্ণাঙ্গ বা নারীকে নেবার কথা বিবেচনা করছে।
সিরিজের প্রযোজক বারবারা ব্রকোলি জানিয়েছেন ড্যানিয়েল ক্রেইগ সিরিজটি ছেড়ে দিলে তিনি প্রথা ভাঙতেই রাজি আছেন। ঐতিহ্য অনুযায়ী কল্পিত স্পাই জেমস বন্ড ওরফে এজেন্ট ডাবল ও সেভেনের ভূমিকায় অভিনয় করে থাকেন মাঝবয়সী একজন শ্বেতাঙ্গ অভিনেতা। ব্রকোলি এখন এই ভূমিকায় একজন নারী বা কৃষ্ণাঙ্গ শিল্পীকে নিতেও প্রস্তুত আছেন।
“এই চলচ্চিত্রগুলো সময়ের প্রতিফলন, তাই আমরা সবসময় কিছুটা সীমা অতিক্রম করতে চেষ্টা করি। যে কোনও কিছুই সম্ভব। এখন আছে ড্যানিয়েল ক্রেইগ, আর আমি ড্যানিয়েল ক্রেইগকে নিয়ে সন্তুষ্ট, কিন্তু কে জানে ভবিষ্যৎ কী আনবে,” ব্রকোলি বলেন।
ইতোপূর্বে ক্রেইগ (৪৯) কথা দিয়েছিলেন তিনি পঁচিশতম পর্বে ফিরবেন তবে শেষ ফিল্ম ‘স্পেক্টার’ মুক্তি পাবার পর তিনি জানান তিনি এমুখো হবেন না।
সেই থেকে গুজব রটে কৃষ্ণাঙ্গ অভিনেতা ইড্রিস এলবা এবার বন্ড হবেন। কিন্তু এলবা এমন সম্ভাবনা বাতিল করে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ