Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন বছরের প্রথম প্রহরে আসিফের প্রথম দেখা

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে আসিফের নতুন গান ‘প্রথম দেখা’। গানটি প্রকাশ করছে ধ্রæব মিউজিক স্টেশন (ডিএমএস)। গীতিকার ও কন্ঠ শিল্পী লুৎফর হাসানের কথায় গানটির সুর করেছেন রিয়াদ হাসান। গানটিতে ভিন্ন মাত্রার সঙ্গীতায়জন করেছেন ডিজে রাহাত। ‘প্রথম দেখা’ই আসিফের সাথে ডিজে রাহাতের প্রথম কাজ। গানটির ভিডিও নির্মান করেছেন শুভব্রত সরকার (সিনেআর্ট প্রডাকশন)। রাজধানীর কোক স্টুডিওতে সম্প্রতি শেষ করা হয়েছে গানটির শূটিং। গানে আসিফ আকবরের পাশাপাশি ডিজে রাহাতকেও দেখতে পাবেন দর্শক। আসিফ বলেন, প্রথমবার ডিজে রাহাত আর আমার কাজ হলো। ডিজে রাহাত মানেই ব্যতিক্রম কাজ। আবারো আমি নতুন লুকে এসেছি ‘প্রথম দেখা’র ভিডিওতে। হাতে ট্যাটু লাগিয়েছি। একেবারে শুভ্র একটি লুকে দর্শক আমাকে দেখতে পাবেন। পুরো গানটি ইনফিনিটি সাদা আর কালোর উপর করা। আমরা জানি, শান্তির রং সাদা। মুলত: নতুন বছর যাতে সবার শুভ্র, সুন্দর আর শান্তিতে কাটে সে লক্ষেই আমাদের এই প্রয়াস। আশা করছি, গানটির অডিও এবং ভিডিও দুটিই দর্শকদের ভালো লাগবে। ডিজে রাহাত বলেন, ২০০৬ সালে আমি যখন সঙ্গীতাঙ্গনে প্রবেশ করি, তখন থেকেই ইচ্ছে ছিলো আসিফ ভাইয়ের কাজ করা। সেই ইচ্ছে পূরণ হলো। গানে শ্রোতারা অবশ্যই ভিন্নতা পাবেন। ভালো লাগবে সবার। ভিডিও প্রসঙ্গে নির্মাতা শুভব্রত সরকার বলেন, সম্পূর্ণ ভিন্ন ধারার একটি কাজ করলাম। যা আমাদের দেশে এর আগে হয়নি। এই প্যাটার্নের কিছু কাজ হলিউডে হয়েছে। এই গানের ভিডিওতেও আসিফ আকবর তার ভক্তদের সামনে হাজির হয়েছেন একদম নতুন, শুভ্র, সুন্দর আর আলাদা ফ্যাশন ও স্টাইলে। গানটি পাওয়া যাবে, জিপি মিউজিক, রবি ইয়োন্ডার মিউজিক এবং বাংলালিংক ভাইব-এ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ