Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলোচনায় নায়ক জয় চৌধুরী

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: মালেক আফসারীর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অন্তর জ্বালা’ সিনেমার একজন নায়ক জয় চৌধুরী। সিনেমাটিতে অভিনয় করে জয় তার যোগ্যতার স্বাক্ষর রেখেছেন। নাচ, অভিনয়ে বেশ নজর কেড়েছেন দর্শকদের। জয় চৌধুরী বলেন, ‘স্যার মালেক আফসারীর অবদান সব। অভিনয় আদায় করে নিয়েছেন তিনি। কাজ কতটা সিরিয়াস হতে হয়, তা শিখেছি স্যারের কাছে। প্রতিটি শটের প্রতি যে মায়া, আর অনুভূতি দিয়ে মিশে যেতে হয়, তা অন্তরজ্বালা সিনেমাটি করে শিখেছি। তবে আমি আগামী সময়টা আরো সাধনা করে যাবো। বেছে বেছে কাজ করতে চাই। সুন্দর স্বপ্নটা অল্প অল্প করে সাজানো দরকার। তাহলে ক্যারিয়ার গুছানো হবে। সবার উৎসাহ ভালবাসায় আমি আগামীতে ভালো সিনেমায় কাজ করার ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আগামী বছরে সবাই হয়তো আরো কিছুৃ নতুন চমক দেখতে পাবেন। বিগ বাজেটে বড় সিনেমায় আমাকে দেখা যাবে। মনের ভেতর যতœ করে রেখেছি ফিল্মকে। তাই যেখানে সম্মান অটুট থাকবে, সেখানে অভিনয় করে দেশের চলচ্চিত্রকে ভালো জায়গায় তুলে ধরবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ