Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ইছালে সওয়াব মাহফিল

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা শহরের পার্শ্ববর্তী পারনান্দুয়ালী মোল্লা পাড়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইছালে সওয়াব রবিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিবারের মতো এবারো ইংরেজি নববর্ষের বেলেল্লাপনায় যোগ না দিয়ে শতশত যুবক ও মোমিন মুসলমান ওই মাহফিলে শরিক হয়ে আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য জিকির আসকারে মত্ত হয় এবং ওয়াজ নসিয়ৎ শোনেন। ওই মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব হোসেনের সভাপতিত্বে ওই মাহফিলে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মোফাচ্ছেরে কুরআন সুমিষ্টভাষী হজরত মাওলানা মো. আনিসুর রহমান সাহেব, সহ-সভাপতি ইসলামী মিডিয়া সোসাইটি মেহেরপুর, এ ছাড়া পীরে কামেল হজরত মাওলানা শাহ সাইফুল্লাহ সাহেব, মুহাদ্দিস মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদরাসা ও পেশ ইমাম সদর হাসপাতাল জামে মসজিদ মাগুরা, আলেমে দ্বীন ও মোফাচ্ছেরে কুরআন আলহাজ হজরত মাওলানা মো. শফিক আহম্মেদ সাহেব, শিক্ষক কাদিরপাড়া সম্মিলনি ইসলামীয়া আলিম মাদরাসা, শ্রীপুর মাগুরা ওয়াজ করেন। মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামগণ তাশরিফ আনেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বয়ান করেন, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাড. সাইফুজ্জামান শিখর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ