Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাইমচরে স্কুল ফিডিং প্রোগ্রাম উদ্বোধন

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

হাইমচর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা : চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় বই উৎসব ও বিশ্ব খাদ্য ফান্ড সহায়তা হিসেবে উপজেলার ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ হাজার শিক্ষার্থীদের মাঝে উন্নত শক্তিধর বিস্কুট বিতরণ করেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি এমপি। গতকাল সকাল ১০টায় দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে হলরুমে উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসানুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপুমনি এমপি ভিডিও কনফারেন্সর মাধ্যমে বই উৎসব ও স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধন করেন। বই বিতরণ ও স্কুল ফিডিং কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হোসেন, একাডেমিক সুপার ভাইজার তানিয়া চৌধুরী, দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আমিন পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ৭ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন প্রমুখ। চট্টগ্রাম বিভাগের মধ্যে দুর্গম নদী ভাঙনকবলিত দরিদ্রতম অঞ্চল হিসেবে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিশ্ব খাদ্য ফান্ড সহায়তা হিসেবে স্কুল ফিডিং প্রোগ্রামের আওতাধীন ৬৭টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার শিক্ষার্থীদের মাঝে সপ্তাহে ছয়দিন এক প্যাকেট করে বিস্কুট বিতরণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ