Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাঁধ দিয়ে মাছ চাষের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

তাড়াশ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সিরাজগঞ্জের তাড়াশে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করায় শিসউক নামে একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন হাজারো মানুষ। গত রবিবার বিকেলে উপজেলার সগুনা ইউনিয়নের সান্দুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এলাকাবাসী। তাদের অভিযোগ শিসউক উপজেলার বারুহাস ও সগুনা ইউনিয়নের ব্রিজ, কালভার্ট ও জলাধারের মুখে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ প্রকল্প গ্রহণ করলে এসব এলাকার প্রায় পাঁচ হাজার হেক্টর ফসলি জমি হুমকির মুখে পড়বে। সান্দুরিয়া গ্রামের প্রবীণ ব্যক্তি মো. আজহার প্রামাণিক সভাপতিত্ব প্রধান অতিথির বক্তৃতা করেন অভিযুক্ত প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক মো. জিল্লুর রহমান। জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, তাদের সকল প্রকল্প জনস্বার্থে। জনগণ না চাইলে বেড়িবাঁধ দিয়ে মাছ চাষ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করা হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ