Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিক্ষকরাই পারেন আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে - শওকত মাহমুদ

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : বাংলালেেদশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সুন্দর সমাজ গড়তে হলে নৈতিকতা শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষকরাই পারেন আগামী প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দিতে। তিনি বলেন, শিক্ষকরা সমাজের যে কোনো অন্যায় বা জুলুম অত্যাচারের বিরুদ্ধেও সোচ্ছার থাকবেন এবং সমাজকে জাগিয়ে তুলবেন। তিনি গতকাল সোমবার সকালে টঙ্গীতে আল-হেলাল স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম. আবদুল্লাহ। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ হাসান উদ্দিন সরকার বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। এই অধিকার পূরণে আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। এম. আবদুল্লাহ বলেন, শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমাদের সন্তানদেরকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করতে হবে। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশন ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ শেখ মোহাম্মদ আলেক, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন, স্কুলের সহকারি প্রধান শিক্ষক মো. মুজাম্মেল হক, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ মেরাজ উদ্দিন, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সভাপতি শাহাবুদ্দিন সিদ্দিকী প্রমুখ। স্কুলের সহকারি শিক্ষিকা রেহেনা হেলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী শেষে আল-হেলাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ