Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালুকায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের হামলা : ভাঙচুর আহত ৩০

| প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ভালুকা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় গতকাল সোমবার সকালে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশের হামলায় নারীসহ অন্তত ৩০ জন আহত ও বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ সময় নিজের কাছে থাকা শর্টগানের গুলিতে রফিজ নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
দলীয় ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য জেলা বিএনপি নেতা আলহাজ মুর্শেদ আলম গ্রæপ সমর্থিত স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের অফিস থেকে আনন্দ মিছিল শেষে দলীয় অফিসের সামনে আলোচনাসভার প্রস্তুতির সময় পুলিশ তাদের উপর হামলা চালায়। পুলিশের হামলায় বিএনপি সমর্থক লাভলীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালনহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ওই সময় অসাবধানতাবশত নিজের কাছে থাকা শর্টগানের গুলিতে রফিজ নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।
নিজের হাতের শর্টগান থেকে রেড়িয়ে যাওয়া গুলি পুলিশ কনস্টেবল রফিজ উদ্দিনের পায়ে লাগে। আহত রফিজ উদ্দিনকে প্রথমে ভালুকা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে পুলিশের অনুমতি স্বাপেক্ষ দলীয় অফিসে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটে ছাত্রদলের নেতা কর্মীরা। এ সময় জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু, দফতর সম্পাদক গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহŸায়ক জাহাঙ্গীর মো. আদেল, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক রুহুল আমীন রুহুল, ছাত্রনেতা কায়সার আহামেদ কাজল, নুরুল হক মÐল প্রমুখ উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতা কায়সার আহামেদ কাজল জানান, দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভার প্রস্তুতি নেয়ার সময় পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায়। ওই সময় তারা বেশ কিছু চেয়ার ভাঙচুর করে। হামলায় কমপক্ষে ৩০ জন নেতাকর্মী আহত হন। ওই সময় পুলিশ কমপক্ষে আটজনকে আটক করে নিয়ে যায়।
ভালুকা মডেল থানার ইনচার্জ (তদন্ত) হযরত আলী জানান, অনুমতি ছাড়া অনুষ্ঠান করায় এবং ছাত্রদলের দুই গ্রæপের মাঝে গোলযোগের আশঙ্কায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। অসাবধানতায় নিজের বন্ধুক থেকে বেড়িয়ে যাওয়া গুলি পায়ে লেগে রফিজ নামে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ