Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নানা আয়োজনে থার্টি ফাস্ট নাইট

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের পর্যটন কেন্দ্র, হোটেল, মোটেল, রেস্ট ও গেস্ট হাউসে নানা আয়োজনে পালিত হয়েছে থার্টি ফাস্ট নাইট। পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন করে হোটেল ও পর্যটন কেন্দ্রগুলো। তবে কঠোর নিরাপত্তার কারণে সন্ধ্যার পর খোলা আকাশের নিচে কোন অনুষ্ঠান করা যায়নি। দুপুরের পর থেকেই পতেঙ্গা সমুদ্র সৈকত, পারকি সৈকত, সীতাকুÐের সৈকতে অগণিত মানুষ সমবেত হয়। তবে সন্ধ্যার আগেই পুলিশ এসব এলাকা ফাঁকা করে দেয়। নগরীর ফয়স লেকসহ বিনোদন কেন্দ্রগুলোতেও ছিল মানুষের ভিড়। পাঁচ তারকা হোটেল রেডিসন বøু, হোটেল আগ্রাবাদ, পেনিনসুলা চিটাগাং, চট্টগ্রাম ক্লাব, সিনিয়র ক্লাবসহ নগরীর অভিজাত হোটেল, রেস্তোরাঁয় রাতভর নানা অনুষ্ঠান চলে। মহানগরীতে থানা-পুলিশের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত তিনশ পুলিশ। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিমও সক্রিয় ছিল বিভিন্ন এলাকায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ