Inqilab Logo

মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে ২০১৭ সালে রেললাইনে সর্বশেষ প্রাণহানির শিকার হলেন এক ব্যাংক কর্মকর্তা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

নরসিংদী জেলা সংবাদদাতা ঃ পূর্বাঞ্চলীয় জোনের অরক্ষিত রেলপথে একের পর এক প্রাণহানীর ঘটনার ধারাবাহিকতায় ২০১৭ সালের সর্বশেষ শিকার হয়েছেন কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা। রেললাইন পার হতে গিয়ে দ্রæতগামী ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা গেছেন এই হতভাগ্য সাবেক এজিএম মো: নাজমুল ইসলাম। গতকাল রবিবার দুপুরে নরসিংদী জেলা শহরের তরোয়া মহল্লায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তাঁর বাড়ী নরসিংদী জেলা শহরের ভেলানগর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, নিহত নাজমুল ইসলাম বাংলাদেশ কৃষি ব্যাংক, নরসিংদী আঞ্চলিক শাখার এজিএম হিসেবে চাকুরী করতেন। বছরখানেক পূর্বে তিনি অবসর গ্রহণ করেন। কিছুদিন পূর্বে তার পিআরএল শেষ হয়। এই অবসরকালীন সময়ে তিনি প্রায়ই তরোয়া মাজার মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন। গতকাল বেলা পৌনে ১টায় তিনি নামাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে যান। দুপুর ১ টায় তিনি রেললাইন পার হয়ে মসজিদে যাবার সময় হঠাৎ একটি দ্রæতগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি লাইন থেকে ছিটকে পড়ে সাথে সাথে ঘটনাস্থলে প্রাণ হারান। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মকর্তা নাজমুল ইসলামের লাশ শনাক্ত করে। পরে নরসিংদী রেল ফাঁড়ির ইনচার্জ এসআই জহির আলী ঘটনাস্থলে গিয়ে ব্যাংক কর্মকর্তা নাজমুল ইসলামের লাশ অনাপত্তি নিয়ে তার পরিবার পরিজনের নিকট হস্তান্তর করেন। এ খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর ব্যাংক কলোনী ও ভেলানগর এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার লাশ বাড়ীতে নিয়ে যাবার পর তার সতীর্থ ব্যাংক কর্মকর্তা কর্মচারী, আত্মীয়স্বজনসহ শত শত মানুষ তার ভেলানগরের বাড়ীতে ভীড় জমায়। একই দিন বিকেলে নিহত নাজমুল ইসলামের নামাজে জানাজা শেষে তাকে গাবতলী গোরস্থানে দাফন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ