Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিনাজপুরে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

| প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

দিনাজপুর অফিস : দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা আমলে নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পত্র পাঠানো হয়েছে।
রোববার দিনাজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শামসুর রহমান পারভেজের দায়েরকৃত মামলার পুলিশী তদন্তে আনীত অভিযোগ সত্য মর্মে কোতয়ালী থানার ওসি (তদন্ত) ফখরুল ইসলামের দাখিলকৃত প্রতিবেদন গ্রহণ করে রাষ্ট্রদ্রোহী মামলা আমলে নেয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চেয়ে পত্র পাঠিয়েছেন।
উল্লেখ্য, ১০ ডিসেম্বর রোববার দুপুর সাড়ে ১২টায় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট বিশ্বনাথ মন্ডলের আদালতে খানসামা উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ শামসুর রহমান পারভেজ বাদী হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মোঃ মাহমুদুর রহমান ও অজ্ঞাত আরো ১ জনকে আসামী করে দঃ বিঃ আইনের ১২৩(ক)/১২৪(ক)/৫০১/৫০২/৫০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর ৮৬১/২০১৭। বিচারক মামলাটি ২৮ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কোতয়ালী থানার ওসিকে আদেশ দেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয় যে, ১ ডিসেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) কর্তৃক আয়োজিত “গণতন্ত্র পুনরুদ্ধারে গণ মাধ্যমে ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, “বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, শুধু ভূ-খন্ড আর জনগণ থাকলে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ